খুনের অভিযোগে অভিযুক্ত রাজনীতিবিদদেরও ভারতের সংবিধান রক্ষা করে; কিন্তু,আদালত নির্দোষ বাঙালি শিক্ষকদের শাস্তি দেয়। ফলে, প্রায় ২০,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারায় ন্যায়বিচারের নামে। কেবল কোন কেলেঙ্কারি নয় -পশ্চিমবঙ্গের জনশিক্ষার উপর এটি একটি ইচ্ছাকৃত আক্রমণ, হিন্দুত্ববাদী অ্যাজেন্ডা অনুযায়ী শিক্ষাব্যবস্থার বেসরকারীকরণের উদ্দেশ্যে। তাই, সর্বোচ্চ বিচারালয়ের এই রায় অত্যন্ত বিপজ্জনক যেহেতু আরএসএসের দৃষ্টিভঙ্গি হল: "দরিদ্রদের অনাহারে রাখ, ভিন্নমতকে চুপ করিয়ে দাও।" অতএব, ভিত্তিহীন অযৌক্তিকতা মেনে না নিয়ে, অবিলম্বে এই রায় প্রত্যাহারের জন্য লড়াই করতে হবে।
by সুশোভন চৌধুরী | 01 January, 1970 | 204 | Tags : SSC Supreme Court Bengali Teacher Tainted SSCScam